রাখি বন্ধন : ঐন্দ্রিলা মন্ডল


 একি বৃন্তে দুই টি কুসুম 

হিন্দু মুসলমান।

বিশ্ব কবি রাখি দিয়ে ই

করলেন তার প্রমাণ।।

এছাড়া ও কথিত আছে

মহাভারতে ওই।

কৃষ্ণ হাতে রাখি পরালেন

দ্রৌপদী তার সই।।

আজ ও এসো হাত বাড়িয়ে

বন্ধু তোমায় সাধি।

রাখি র বাঁধন শক্ত করে

সম্পর্ক বাঁধি।।

Post a Comment

Previous Post Next Post